প্রবন্ধ রচনা : ইসলামী সাহিত্য
ভূমিকা :
সাহিত্য এক ধরনের শৈল্পিক অলংকার। এক ধরনের মানস আল্পনা। এর রয়েছে বিভিন্ন রূপ ও আঙ্গিক। ইসলামী সাহিত্য তার মধ্যে অন্যতম। ইসলামী সাহিত্য মানেই আরবি সাহিত্য নয়। কেননা আরবি একটা ভাষার নাম, অপর দিকে ইসলামী মানেই আরবি ভাষা নয়। তা কেবল ধর্ম, ধর্মীয় চেতনা ও সংস্কৃতি সমৃদ্ধ এক জীবনব্যবস্থা।
ইসলামী সাহিত্যের পরিচয় :
ইসলামী তাহযিব তামাদ্দুন নিয়ে যে সাহিত্য সমৃদ্ধ, তাকেই সাধারণভাবে ইসলামী সাহিত্য বলে ৷
ইসলামী সাহিত্যের প্রয়োজনীয়তা :
সাহিত্য একটি জাতির সঠিক পরিচয় তুলে ধরে। মুসলমান হিসেবে আমাদের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য ইসলামী সাহিত্যের বিকাশ প্রয়োজন। ইসলামকে সঠিকভাবে পালন করতে হলে তার বিভিন্ন কর্মপ্রক্রিয়া জানতে হবে। ইসলাম পালন কেবল মৌখিক কিছু নয়, শারীরিক, মানসিক ও মননশীলতা -এ সব কিছুর এক সফল সমন্বয়ের নামই ইসলাম পালন। তাই সাহিত্যের প্রয়োজন অপরিহার্য, বিশেষ করে আমাদের মননশীল চেতনা জাগ্রত করতে ইসলামী সাহিত্যের বিকল্প নেই।