January 17, 2024

বইমেলা বা একুশে বইমেলা - বাংলা প্রবন্ধ রচনা

উপস্থাপনা ঃ

ভালো বইয়ের সন্ধানে মানুষ সবসময় তীব্র আকর্ষণবোধ করে। মানুষের সে আকর্ষণের ফসল হলো বইমেলা। বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের এক স্মারক হলো একুশের বইমেলা। '৫২-এর একুশে ফেব্রুয়ারিতে ভাষা আন্দোলনের মাধ্যমে এ দেশের মানুষের চেতনার যে উন্মোষ ঘটেছিল তারই স্মরণে প্রতিবছর ঢাকায় বাংলা একাডেমী প্রাঙ্গণে ফেব্রুয়ারি মাসব্যাপী অনুষ্ঠিত হয় একুশের বইমেলা ।

একুশের বইমেলার সূচনা ঃ

একুশে ফেব্রুয়ারির চেতনার বহুমুখী বিকাশের লক্ষ্যে এ দেশের কবি-সাহিত্যিক, বুদ্ধিজীবী ও শিক্ষিত সমাজ পরিকল্পনা গ্রহণ করে । ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত হয় বাংলা একাডেমী । বাংলা একাডেমী প্রতিবছর একুশে ফেব্রুয়ারির সমৃদ্ধ অনুষ্ঠান প্রবর্তন করে ।

১৯৭৫ সালে বাংলা একাডেমীর একুশের অনুষ্ঠানকে ঘিরে কয়েকজন প্রকাশক, সাহিত্যিক এবং বিক্রেতা বই বিক্রির উদ্যোগ গ্রহণ করে । বাংলা একাডেমী প্রাঙ্গণে কয়েকটা স্টল খুলে এ প্রয়াস চালায় তারা। সেই থেকে বইমেলা ধীরে ধীরে বিকাশ লাভ করে । আজকের বিশাল ব্যাপ্তির বইমেলা এ উদ্যোগেরই ফসল ।

বইমেলার সময়কাল ও স্থান :

প্রতিবছর ১ ফেব্রুয়ারি একুশের বইমেলার উদ্বোধন করা হয় । সারা ফেব্রুয়ারি মাসব্যাপী এ মেলা চলে। ঢাকা বিশ্ববিদ্যালয় সন্নিহিত বাংলা একাডেমী প্রাঙ্গণে একুশের বইমেলা অনুষ্ঠিত হয়। বই মেলায় কয়েকশ প্রকাশক ও বিক্রেতা মেলা প্রাঙ্গণে স্টল স্থাপন করে বইয়ের বিপনন, প্রচার এবং পাঠক সৃষ্টিতে অবদান রাখেন । প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চলতে থাকে ক্রেতা-পাঠকদের সমাগম । মেলা প্রাঙ্গণ হয়ে ওঠে জনসমুদ্র।

আরও পড়ুন