ক্লোরোপ্লাস্ট কাকে বলে?ক্লোরোপ্লাস্ট এর গুরুত্ব,বৈশিষ্ট্য, গঠন,কাজ
সংজ্ঞা:-উদ্ভিদকোষের যে বিশেষ প্লাস্টিডগুলো ক্লোরোফিল নামক সবুজ বর্ণকণিকা অধিকমাত্রায় ধারণ করে প্রধানত সবুজ বর্ণ বিশিষ্ট হয়, তাদেরকে ক্লোরোপ্লাস্ট বলে।
উদ্ভিদের সবুজ অঞ্চলে বিশেষ করে পাতা ও কচি কান্ডে এর অবস্থান। নিম্নশ্রেণীর উদ্ভিদকোষে এক বা একাধিক এবং উচ্চশ্রেণীর উদ্ভিদকোষে ১০ থেকে ৪০ টি ক্লোরোপ্লাস্ট থাকে। উচ্চশ্রেণীর উদ্ভিদকোষে ক্লোরোপ্লাস্টের আকৃতি লেন্সের মত হয়ে থাকে।
নিম্নশ্রেণীর উদ্ভিদকোষে এদের আকৃতি পেয়ালাকৃতি, সর্পিলাকার, জালিকাকার, তারকাকার ইত্যাদি অর্ধচন্দ্রাকার আকৃতির হয় । লেন্স আকৃতির ক্লোরোপ্লাস্টের ব্যাস সাধারণত ৩.৫ মাইক্রন এবং সর্পিলাকার ক্লোরোপ্লাস্টের দৈর্ঘ্য অনেক বেশি হতে পারে।
ক্লোরোপ্লাস্ট চিত্র
ক্লোরোপ্লাস্ট এর গুরুত্ব :-
ক্লোরোপ্লাস্ট জীবজগতের জন্য গুরুত্বপূর্ণ কেন?
উদ্ভিদ কোষের একটি অনন্য বৈশিষ্ট্য হলো প্লাস্টিড। উদ্ভিদ কোষের বিভিন্ন বর্ণবৈচিত্র্য নির্ধারণে প্লাস্টিড সহায়তা করে থাকে। সাধারণত সবুজ বর্ণের প্লাস্টিড হলো ক্লোরোপ্লাস্ট। সকল সবুজ উদ্ভিদদেহে ক্লোরোপ্লাস্ট নামক অঙ্গাণু বিদ্যমান। এ অঙ্গাণু সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে, যা সকল প্রাণিকুলের পুষ্টি প্রক্রিয়া সম্পাদনের অন্যতম প্রধান উপাদান।