October 25

প্রাণী বৈচিত্র্য কাকে বলে? কত প্রকার ও কি কি-উদাহরণ সহ

পৃথিবীর বৈচিত্র্যময় ভৌগোলিক পরিবেশ এবং জলবায়ুর সাথে খাপ খাইয়ে বাস করে অসংখ্য ছোট-বড় উদ্ভিদ এবং প্রাণী। একই প্রজাতির জীব ভিন্ন ভিন্ন পরিবেশ সাফল্যের সাথে টিকে থাকার জন্য ভিন্ন ভিন্ন ভাবে পরিবর্তিত বা অভিযোজিত হয়। জীবদের এই বিভিন্নতাকে বা বৈচিত্র্যময়তাকে জীববৈচিত্র্য বলে । সুতরাং প্রাণিজগতের প্রাণীদের মধ্যে যে বৈচিত্র্যময়তা দেখা যায় তাই প্রাণী বৈচিত্র্য (Bio-diversity) ।

প্রাণী বৈচিত্র্য কি ?

প্রাণিবৈচিত্র্য (Animal Diversity) : প্রাণিজগতের প্রাণীদের মধ্যে যে বৈচিত্র্যময়তা দেখা যায়, তাকে প্রাণিবৈচিত্র্য বলা হয়। অর্থাৎ প্রকৃতির বিভিন্ন বৈশিষ্ট্যসম্পন্ন অঞ্চলে সাফল্যমণ্ডিতভাবে বংশ বিস্তার করে টিকে থাকার উদ্দেশ্যে প্রাণী প্রজাতিগুলোর বহিঃ ও অন্তঃঅঙ্গসংস্থান, আকার, আকৃতি, প্রকৃতি ইত্যাদির প্রয়োজনীয় পরিবর্তন সাধন করে অভিযোজিত হওয়ার ফলে প্রাণীদের মধ্যে যে বৈচিত্র্যময়তার উদ্ভব ঘটেছে, তাই প্রাণিবৈচিত্র্য।

আরও জানুন :