July 25, 2023
আমাদের দেশ রচনা [৩য়, ৪র্থ, ৫ম শ্রেণি ]
সুজলা-সুফলা-শস্য-শ্যামলা হাজারো নদীর পলিতে গড়া নরম মাটির আমাদের এই দেশ। এদেশে বসন্ত আসে, পাখি করে গান । ধান কাউনের সোনালি শীষ সমৃদ্ধ ছড়িয়ে দেয় ছবির মতো। তাইতো স্বদেশ আমার এত প্রিয়। আয়তন ও অবস্থান : বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন দেশ। এর পূর্বে ভারতের আসাম, ত্রিপুরা ও মায়ানমার (বার্মা), উত্তরে আসাম ও মেঘালয়, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণে মায়ানমার ও বঙ্গোপসাগর অবস্থিত। এদেশের আয়তন ১,৪৭,৫৭০ বর্গ কি. মি. ।