March 23, 2024

ছোট ভাইকে উপদেশ দিয়ে চিঠি - খাম আঁকা সহ (২টি)

ছোট ভাইকে সৎভাবে জীবনযাপনের জন্য উপদেশ দিয়ে চিঠি :-

আল্লাহ ভরসা

সদর রোড, পাবনা

২৫ এপ্রিল, ২০২৪ ইং

স্নেহের কাসেম,

আমার স্নেহাশীষ ও ভালোবাসা নিও। আশা করি সৃষ্টিকর্তার অপার মহিমায় ভালোই আছো। আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি।

কাসেম, তুমি নিশ্চয়ই জানো আল্লাহ সৎ মানুষকে ভালোবাসেন। তাকে পরকালে পুরস্কার দেন। তুমি হয়তো একজন সৎ কাঠুরিয়া ও একজন লোভী কাঠুরিয়ার গল্পটি শুনে থাকবে। সততার জন্য কাঠুরিয়া সোনা, রূপা ও লোহার কুঠারগুলো পুরস্কার হিসেবে পেয়েছে। আর অন্য কাঠুরিয়া লোভ করার জন্য তার নিজের লোহার কুঠারটিও হারিয়েছে।

সম্পূর্ণ দেখুন