March 31, 2024

বাংলা ভাষা কাকে বলে ও রূপ কয়টি কি কি। বাংলা ভাষার উৎপত্তি 

সংজ্ঞা : বাংলাদেশের জনগণ যে অর্থবহ ধ্বনিময় সংকেতের মাধ্যমে নিজেদের মধ্যে ভাব বা ইচ্ছা আদান-প্রদান করে থাকে, তাকে বাংলা ভাষা বলে ।

সাধারণত দেশ বা জাতির নাম অনুসারে ভাষার নাম দেয়া হয়ে থাকে, যেমন— বাংলাদেশীদের ভাষাকে বাংলা ভাষা; আরবদের আরবি ভাষা; জাপানিদের জাপানি ভাষা; ইংল্যান্ডে ইংরেজি ভাষা; চীনাদের ভাষাকে চীনা ভাষা বলে ।

বাংলা ভাষার উৎপত্তি :-

আমাদের মাতৃভাষার উৎপত্তি কোথায়, কখন কিভাবে তা জানা অবশ্য প্রয়োজন। বাংলা ভাষার মূল উৎস হল বৈদিক সংস্কৃতি, এটি প্রাচীন আর্য জাতির ভাষা। আর্যদের আগমনের আগে ভারত-বাংলাদেশে দ্রাবিড় ও কোল এ দুটি অনার্য জাতির ভাষা প্রচলিত ছিল।

ইতিহাস থেকে জানা যায় যে, খ্রিস্টপূর্ব পনের শতকের পূর্বে ইরানের (পূর্ব পারস্যের) মধ্য দিয়ে আর্য জাতি এ দেশে আগমন করেন। যারা এখানে স্থায়ীভাবে বসবাস করতে আসে তারা ভারতীয় আর্য নামে খ্যাত। এই নব্য ভারতীয় আর্যদের ভাষা মধ্য ভারতীয় আর্য ভাষার স্তর অতিক্রম করে প্রাচীন ভারতীয় আর্য ভাষা হতে বিবর্তিত হতে হতে বর্তমান রূপ লাভ করেছে।

বাংলা আজ স্বমহিমায় প্রতিষ্ঠিত একটি ভাষা। ইহা পৃথিবীর অন্যান্য ভাষার মত নানা ভাষা থেকে শব্দ চয়ন করে নিজেকে সমৃদ্ধ করেছে। সংস্কৃত, ফরাসি, তুর্কি, উর্দু, আরবি, ইংরেজি প্রভৃতি নানা ভাষার শব্দ বাংলা ভাষা গ্রহণ করেছে।

আরও পড়ুন