August 30, 2023

ক্লোরোপ্লাস্ট এর সংজ্ঞা,গঠন,কাজ-ক্লোরো,ক্রোমো ও লিউকো পার্থক্য  

সংজ্ঞা:-উদ্ভিদকোষের যে বিশেষ প্লাস্টিডগুলো ক্লোরোফিল নামক সবুজ বর্ণকণিকা অধিকমাত্রায় ধারণ করে প্রধানত সবুজ বর্ণ বিশিষ্ট হয়, তাদেরকে ক্লোরোপ্লাস্ট বলে।

★★ ক্লোরোপ্লাস্টের গঠন

নিম্নলিখিত অংশ নিয়ে ক্লোরোপ্লাস্ট গঠিত ঃ

(১) আবরণী : সমস্ত ক্লোরোপ্লাস্ট একটি দুই স্তরবিশিষ্ট অর্ধভেদ্য ঝিল্লী দ্বারা আবৃত থাকে। এটি লিপিড ও প্রোটিন দ্বারা গঠিত।

(২) ম্যাটিক্স ঃ এতে ঝিল্লী দ্বারা আবৃত পানিগ্রাহী ম্যাট্রিক্স বিদ্যমান। এই ম্যাট্রিক্সকে স্ট্রোমা বলে ।

(৩) গ্রানা : স্টোমাতে সুবিন্যস্তভাবে সজ্জিত ৪০ থেকে ৮০ টি পিপা আকৃতির গ্রানা বিদ্যমান । প্রতিটি গ্রানামে ৫ থেকে ২৫ গ্রানাম চাকতি থাকে । গ্রানাম চাকতির অভ্যন্তরে কুঠুরীর মত স্থান আছে।

(৪) স্ট্রোমা ল্যামেলী : দুটি পাশাপাশি গ্রানার কিছু সংখ্যক গ্রানাম চাকতি সূক্ষ্ম নালিকা দিয়ে সংযুক্ত থাকে । এই সংযোগকারী নালিকাকে স্ট্রোমা ল্যামেলী বলে।

(৫) কোয়ান্টোসোম : গ্রানাম চাকতির ঝিল্লীর ভেতরের দিকে বহু স্ফটিকাকার বস্তু সুশৃঙ্ক্ষলভাবে থাকে । এদেরকে কোয়ান্টোসোম বলে । সালোকসংশ্লেষণের অন্ধকার পর্যায়ে কার্বন ডাই-অক্সাইড সংবন্ধন কোয়ান্টোসোমে হয়ে থাকে ।

★★ ক্লোরোপ্লাস্টের কাজ:-

(i) সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য তৈরিতে উদ্ভিদকে সহায়তা করাই হল ক্লোরোপ্লাস্টের প্রধান কাজ ৷

(ii) ফটোফসফোরাইলেশন ADP-কে ATP-তে রূপান্তর করা ।

(iii) ফটোরেসপিরেশন করা।

(iv) সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে সাহায্য করা।

Read more