January 15, 2024
প্রতিবেশীর প্রতি কর্তব্য - বাংলা প্রবন্ধ রচনা
উপস্থাপনা :
“যে মানুষ সমাজে বাস করে না সে হয় পশু, না হয় দেবতা।” মানুষ সামাজিক জীব, Man is the social being. সমাজ ছাড়া মানুষ বসবাস করতে পারে না। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ একে অপরের উপর নির্ভরশীল। এই নির্ভরশীল মানুষ সমাজে বসবাস করতে গিয়ে হয়েছে একে অপরের প্রতিবেশী। তাই প্রতিবেশীর প্রতি সবারই একটি দায়িত্ব ও কর্তব্য রয়েছে।
প্রতিবেশী যারা :
প্রতিবেশী শব্দটির অর্থ হল ‘পড়শী'। অর্থাৎ যে নিকটে বাস করে । যারা আমাদের চার পাশে বসবাস করে তারা সবাই আমাদের প্রতিবেশী। মহানবীর ভাষায়-
“পাশাপাশি বসবাসরত চল্লিশ বাড়ি পর্যন্ত একজন আরেকজনের প্রতিবেশী।”
প্রতিবেশী পরম আত্মীয় :
প্রতিবেশী আত্মীয়ের চেয়েও প্রিয় । আপন ভাই বেরাদর তারা সব সময় কাছে থাকে না, প্রতিবেশীই সব সময় কাছে থাকে, সব সময়ের আপদ-বিপদে সর্বাগ্রে প্রতিবেশীকেই পাওয়া যায় । প্রতিবেশী প্রথম বিপদে এগিয়ে আসে ।