September 14

ভাব সম্প্রসারণ : রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে-sikkhagar

মূলভাব : সুখ-দুঃখ নিয়েই মানবজীবন। কেউই নিরন্তর সুখী কিংবা দুঃখী নয়। তাই দুঃখে অধৈর্য হওয়া উচিত নয়। কেননা দুঃখের পরেই সুখের আগমন ।

সম্প্রসারিত ভাব : হাসি-কান্না, সুখ-দুঃখ, ভালো-মন্দ, আলো- অন্ধকার এগুলো পরস্পরবিরোধী অনুষঙ্গ। এদের একটি যেমন প্রত্যাশিত, ঠিক তেমনি অপরটি জীবনে অনাকাঙ্ক্ষিত। এদের একটি যদি ইতিবাচক ধারণা দেয় তাহলে অপরটি দেয় নেতিবাচক ধারণা। মানুষ সব সময় সুখী, সুন্দর ও নিরাপদ থাকতে চায় বলেই নেতিবাচক সবকিছু এড়িয়ে চলতে চায় । জীবনে সুখ বাদ দিয়ে দুঃখের কথা কেউ ভাবতেই চায় না। আলোহীন অবস্থায় মানুষের জীবন অসহ্য হয়ে আসে বলেই দিনের জন্য সে রাত্রিময় প্রতীক্ষা করে। এ বিপরীতমুখী বিষয়গুলো আসলে জীবনেরই অংশ। এদের একটিকে বাদ দিলে জীবনই হয়ে পড়ে অসম্পূর্ণ। বিনষ্ট হয় জীবনের শ্রী। রাত না থাকলে দিনের উপস্থিতি বা আলোকিত স্বরূপটি সম্পর্কে আমাদের ধারণা পাওয়া দুরূহ হতো।

আরও পড়ুন