রচনা : দৈনন্দিন জীবনে বিজ্ঞান [ Class 6, 7, 8, 9, 10 ]
ভূমিকা:
আধুনিক যুগ বিজ্ঞানের যুগ। মানবজীবনে প্রতিটি ক্ষেত্রে বিজ্ঞানের দান অনস্বীকার্য। বিজ্ঞানই আমাদের প্রতিদিনের জীবনযাত্রাকে সহজ থেকে সহজতর করে দিয়েছে। সারা বিশ্বকে হাতের মুঠোয় এনে দিয়েছে। প্রতিটি মুহূর্তের খবরাখবর আমরা ঘরে বসে জানতে পারছি। চিকিৎসা, কৃষি, মহাকাশ গবেষণা, পারমাণবিক শক্তি সর্বোপরি মানবজীবনে বিভিন্ন ক্ষেত্রে অভাবনীয় সাফল্য শুধু বিজ্ঞানের দ্বারাই সম্ভব হয়েছে।
প্রতিদিনের সঙ্গী:
সকালবেলা ঘুম থেকে উঠে চা তৈরি করার জন্যে আমরা, গ্যাস ব্যবহার করি। রান্নার কাজে যাতে এটিকে ব্যবহার করা সম্ভব হয় তার জন্যে এই বায়বীয় পদার্থটিকে সিলিন্ডারের ভেতর ভরে রাখা হয়েছে। যাই হোক, এই জ্বালানি জ্বালিয়ে দিনের যাত্রা আরম্ভ করা গেল।
কিন্তু যা দিয়ে জ্বালালাম সেই লাইটারটিও কিন্তু বিজ্ঞানের মাধ্যমে পৌঁছেছে আমাদের হাতে। আমরা প্রতিদিন ঘরে যে আলো জ্বালাই এই আলো হলো— বিজলি বাতি। যে বিদ্যুৎ আকাশে ছিল তাকে আমরা নামিয়ে এনেছি আমাদের প্রতিদিনের সংসারে। এভাবেই বিজ্ঞান আমাদের নিত্যদিনের সঙ্গী হয়েছে।
শৌখিন ব্যবহার:
আমাদের ঘরে যে ইলেকট্রিক পাখা চলছে, বিজ্ঞানের অবদান না থাকলে তা কি আমরা পেতাম? কারও কারও ঘরে রয়েছে এয়ারকুলার । বলাবাহুল্য সেটিও দিয়েছে বিজ্ঞান। রেডিও, টেলিভিশন, ফ্রিজ, কম্পিউটার এগুলোও আজ আমাদের নিত্যসঙ্গী। রেডিও আমরা পেয়েছি অনেকদিন আগেই। পরে এসেছে টেলিভিশন এবং রেফ্রিজারেটার। টেলিভিশন প্রতিদিন আমাদের চোখকে, আমাদের দৃষ্টিকে নন্দিত করছে।