July 20, 2023

আমাদের গ্রাম রচনা ক্লাস ৬, ৭, ৮, ৯, ১০ - Sikkhagar  

আমাদের গ্রাম

উপস্থাপনা ঃ

আমাদের গ্রামের নাম শালিয়াবহ । আয়তনে অন্যান্য গ্রামের চেয়ে অনেক বড়। আমাদের গ্রামকে বাংলাদেশের একটি আদর্শ গ্রাম বলা চলে । আমদের গ্রাম সম্বন্ধে বলতে গেলে কবির ভাষায় বলতে হয়-

“আমাদের গ্রামখানি ছবির মতন

মাটির তলায় এর ছড়ানো রতন।”

সত্যি আমাদের গ্রামখানি যেন একট ছবি। এর এক দিক দিয়ে চলে গেছে একটি রাজপথ । রাজপথে প্রকাণ্ড বৃক্ষরাজি দণ্ডায়মান হয়ে ধ্যানমগ্ন বীথির রূপ নিয়েছে। দিগন্ত বিস্তৃত মাঠের প্রান্তে আম, নারিকেল, তাল, সুপারীর বন। মাঝে রয়েছে বাঁশ ঝাড়। পাখির কলকাকলিতে গ্রামে প্রভাত দেখা দেয় আর পাখির ডানায় ভর করে নেমে আসে সন্ধ্যা।

গ্রামের পাশ দিয়ে একটি স্রোতস্বিনী নদী কুল কুল রবে একটানা বয়ে চলেছে। বর্ষায় তার দুই কুল বরে যায়। চাঁদিনী রাতে নদীর ঢেউয়ের সাথে চাঁদ যেন খেলা করে। আবার গ্রীষ্মের প্রতাপে নদীকে দেখা যায় শীর্ণ ।

বর্ণনা ঃ

এখানে যেমন অপূর্ব প্রকৃতির শোভা বিরাজ করছে তেমনি রয়েছে মানুষের নিত্য প্রয়োজনীয় প্রতিষ্ঠানাদি যা দিয়ে শুধু আমাদের গ্রামের লোকেরাই উপকৃত হয় না, আশপাশের অনেকগুলো গ্রামের অধিবাসীদের অনেক উপকারে আসে। গ্রামের প্রায় মধ্যখানে মোড়লদের প্রকাণ্ড দীঘি। দীঘির পাড়েই একটি হাই স্কুল এবং তার পাশে একটি প্রাইমারী স্কুল।

স্কুলের মাঠে প্রতিদিন বিকালে শতশত ছেলেমেয়ে নানা ধরনের খেলাধুলা করে।স্কুল হতে অনতিদূরেই একটি মসজিদ। তার পাশেই একটি পুরানো বৈঠকখানা । সেখানে গ্রামের লোকেরা একত্রিত হয়ে নিজেদের বিবাদ-বিসংবাদ মিটিয়ে নেয় । গ্রামের পঞ্চায়েত কমিটি গ্রামের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সদা সচেতন। তাছাড়াও এখানে একটি পোষ্ট অফিস এবং একটি মাদরাসা রয়েছে।

Read more..