February 6
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদের জন্য আবেদন পত্র- নমুনা সহ
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদের জন্য একখানা আবেদনপত্র লেখ।অথবা, তোমার থানায় থানা নির্বাহী অফিসারের নিকট প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রার্থী হয়ে একটি দরখাস্ত লেখ।
তারিখ : ১৫.০২.২০২…ইং
বরাবর
থানা নির্বাহী অফিসার
নাগরপুর, টাঙ্গাইল।
বিষয় : প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের জন্য আবেদন ।
জনাব,
বিনীত নিবেদন এই যে, ৩০ জানুয়ারি, ২০২… তারিখে দেশের বহুল প্রচলিত ‘দৈনিক যুগান্তর’ পত্রিকার মাধ্যমে জানতে পারলাম যে, নাগরপুর থানার প্রাথমিক বিদ্যালয়ে একজন সহকারী শিক্ষক নিয়োগ করা হবে। আমি উক্ত পদের একজন প্রার্থী হিসেবে আবেদন করছি। নিচে আমার প্রয়োজনীয় তথ্যাদি আপনার সদয় বিবেচনার জন্য উপস্থাপন করা হলো :