November 5, 2023
ইসলামে ভ্রাতৃত্ববোধ অথবা, ইসলামী ভ্রাতৃত্ব - রচনা
অবতরনিকাঃ
আদম সন্তান একে অপরের ভাই। ইসলামের দৃষ্টিতে সবাই সমান। ইসলামের দৃষ্টিতে আভিজাত্যের গর্ব, উঁচু-নীচু, সাদা-কালো, ধনী-দরিদ্রের কোন ভেদাভেদ নেই । মুসলমানদের পারস্পরিক প্রেম-ভালবাসা তথা প্রীতির সম্পর্ককেই আল্লাহ তায়ালা তার শ্রেষ্ঠতম নিয়ামতের মধ্যে গণ্য করেছেন।
ইসলামে ভ্রাতৃত্ববোধের ধারণা ঃ
ইসলামে ভ্রাতৃত্ববোধ বা ভ্রাতৃত্ব বন্ধন বুঝাবার জন্য আরবি 'ইখওয়াত' শব্দ ব্যবহৃত হয়েছে। এ শব্দটি 'ইখওয়াতুন' মূল থেকে উৎপন্ন। ইসলামের পরিভাষায়, মুসলমানদের মধ্যে পারস্পরিক সহমর্মিতা সুখ-দুঃখের সমভাগী হওয়াকে ভ্রাতৃত্ব বন্ধন বা ইখওয়াত বলা হয় । ইসলাম ব্যক্তির পারস্পরিক সম্পর্ককে মোটামুটিভাবে দু'টি ভিত্তির ওপর স্থাপ করেছে।