November 5, 2023

 ইসলামে ভ্রাতৃত্ববোধ অথবা, ইসলামী ভ্রাতৃত্ব - রচনা 

অবতরনিকাঃ

"আরব আমার ভারত আমার

চীনও আমার, নহে গো পর

বিশ্বজোড়া মুসলিম আমি

সারাটি জাহানে বেঁধেছি ঘর।"

আদম সন্তান একে অপরের ভাই। ইসলামের দৃষ্টিতে সবাই সমান। ইসলামের দৃষ্টিতে আভিজাত্যের গর্ব, উঁচু-নীচু, সাদা-কালো, ধনী-দরিদ্রের কোন ভেদাভেদ নেই । মুসলমানদের পারস্পরিক প্রেম-ভালবাসা তথা প্রীতির সম্পর্ককেই আল্লাহ তায়ালা তার শ্রেষ্ঠতম নিয়ামতের মধ্যে গণ্য করেছেন।

ইসলামে ভ্রাতৃত্ববোধের ধারণা ঃ

ইসলামে ভ্রাতৃত্ববোধ বা ভ্রাতৃত্ব বন্ধন বুঝাবার জন্য আরবি 'ইখওয়াত' শব্দ ব্যবহৃত হয়েছে। এ শব্দটি 'ইখওয়াতুন' মূল থেকে উৎপন্ন। ইসলামের পরিভাষায়, মুসলমানদের মধ্যে পারস্পরিক সহমর্মিতা সুখ-দুঃখের সমভাগী হওয়াকে ভ্রাতৃত্ব বন্ধন বা ইখওয়াত বলা হয় । ইসলাম ব্যক্তির পারস্পরিক সম্পর্ককে মোটামুটিভাবে দু'টি ভিত্তির ওপর স্থাপ করেছে।

Read more