March 17

সাইটোপ্লাজম কাকে বলে? সাইটোপ্লাজমের অঙ্গাণু, গঠন এবং কাজ  

সংজ্ঞা :- কোষস্থিত নিউক্লিয়াসের বাইরে অবস্থিত এবং কোষঝিল্লি দিয়ে পরিবেষ্টিত প্রোটোপ্লাজমকে সাইটোপ্লাজম বলে ।

এটি বিভিন্ন জৈব ও অজৈব পদার্থ, পানি, বিভিন্ন অ্যাসিড ও এনজাইম দিয়ে গঠিত। সাইটোপ্লাজম দুটি অঞ্চলে বিভক্ত। যথা :

১. এক্টোপ্লাজম এবং।

২. এন্ডোপ্লাজম ।

১. এক্টোপ্লাজম : সাইটোপ্লাজমের বাইরের দিকের অপেক্ষাকৃত ঘন, কম দানাদার এবং শক্ত অঞ্চলকে এক্টোপ্লাজম বলে ।

২. এন্ডোপ্লাজম : সাইটোপ্লাজমের কেন্দ্রস্থ অপেক্ষাকৃত কম ঘন অঞ্চলকে এন্ডোপ্লাজম বলে ।

সাইটোপ্লাজমীয় অঙ্গাণু :-

সংজ্ঞা :- উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে বিভিন্ন অঙ্গাণুর উপস্তিতি লক্ষ করা যায় যাদের সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বলে। সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো হলো-

১. প্লাস্টিড ।

২. মাইটোকন্ড্রিয়া।

৩. এন্ডোপ্লাজমিক রেটিক্যুলাম ।

৪. গলজি বস্তু ।

৫. রাইবোজোম ।

৬. সেন্ট্রোসোম ।

৭. লাইসোসোম ।

৮. কোষ গহ্বর ।

৯. মাইক্রোটিউবিউলস ইত্যাদি ।

আরও পড়ুন