January 23, 2024

পাহাড়পুর - ঐতিহাসিক স্থান বা দর্শনীয় স্থান : রচনা

ভূমিকা:

কালের বিচারে বাংলাদেশ একটি সুপ্রাচীন দেশ। বিভিন্ন সময়ে বিভিন্ন রাজাদের পৃষ্ঠপোষকতায় এদেশের কৃষ্টি ও সংস্কৃতি দারুণভাবে উন্নতিলাভ করে। বিভিন্ন ধর্মাবলম্বী রাজাদের শাসনামলে কৃষ্টি ও সংস্কৃতি ভিন্ন ভিন্ন ধারায় প্রবাহিত হয় এবং সাধারণ মানুষকে অনুপ্রাণিত করে তোলে।

এসকল যুগের নানা স্থাপত্যের নিদর্শন এখনো বিদ্যমান। এবং সেগুলো দর্শনীয় জায়গায় পরিণত হয়েছে। প্রাকৃতিকভাবে ঐশ্বর্যশালী এদেশকে এসব পুরাকীর্তি আরও বেশি সমৃদ্ধ করে তুলেছে।

বাংলাদেশের দর্শনীয় স্থান:

বাংলাদেশের বহু ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো: ঢাকার আহসান মঞ্জিল, লালবাগ কেল্লা, নারায়ণগঞ্জের সোনারগাঁ, কুমিল্লার ময়নামতি, গাজীপুরের ভাওয়াল রাজবাড়ি, নাটোরের দিঘাপাতিয়া রাজবাড়ি (উত্তরা গণভবন) ও রানি ভবানীর বাড়ি, পুঠিয়ার জমিদার বাড়ি, বগুড়ার মহাস্থানগড়, নওগাঁর পাহাড়পুর, দিনাজপুরের কান্তজী মন্দির ইত্যাদি।

প্রাকৃতিক দর্শনীয় স্থানের মধ্যে কক্সবাজার সমুদ্র সৈকত, সিলেটের জাফলং, দিনাজপুরের রামসাগর, নাটোরের চলনবিল, নেত্রকোনার বিরিশিরি ইত্যাদি ।

আরও পড়ুন