January 23, 2024

শহীদ মিনার - রচনা : Class 6, 7, 8, 9, 10

ভূমিকা:

মানুষের কাছে যা কিছু প্রাণের মতো প্রিয় তার একটি হচ্ছে মাতৃভাষা, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বিশ্বের সকল মানুষের একটি মৌলিক সম্পদ মাতৃভাষা। এই মাতৃভাষার মর্যাদা রক্ষা করতেই ১৯৫২ সালে বাংলার দামাল ছেলেরা অকাতরে প্রাণ দিয়েছিল । তাঁদের স্মৃতিতে নির্মিত হয়েছে শহিদ মিনার।

শহিদ মিনার সৃষ্টির পটভূমি:

১৯৫২ সালে পাকিস্তান মুসলিম লীগের ডাকা অধিবেশনে তৎকালীন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দীন ঘোষণা দেন ‘উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা'। এ ঘোষণার প্রতিবাদে সারা বাংলা মুখর হয়ে ওঠে। ৪ ফেব্রুয়ারি ১৯৫২ প্রতিবাদ দিবস, ১১ ও ১৩ ফেব্রুয়ারি পতাকা দিবস পালিত হয়। এবং ২১ ফেব্রুয়ারিকে রাষ্ট্রভাষা দিবস পালনের ঘোষণা দেওয়া হয়।

এই ঘোষণার প্রেক্ষিতে শাষক গোষ্ঠী ২১শে ফেব্রুয়ারিতে সকল সভা, মিছিল, মিটিং ও শোভাযাত্রা নিষিদ্ধ করার জন্য ১৪৪ ধারা জারি করে। কিন্তু ছাত্রজনতা এই ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল নিয়ে ঢাকা মেডিকেল কলেজের সামনে আসলে পুলিশ মিছিলে গুলি চালায়। পুলিশের গুলিতে সালাম, বরকত, জব্বার, রফিকসহ আরও অনেকে শহিদ হন । এই ভাষাশহিদের স্মৃতি রক্ষার্থেই নির্মিত হয় শহিদ মিনার।

আরও পড়ুন