November 20

অনুসর্গ: সংজ্ঞা, প্রকারভেদ, বৈশিষ্ট্য ও প্রয়োজনীয়তা উদাহরণসহ

‘অনু’ অর্থ পশ্চাৎ বা পরে । এগুলো প্রাতিপদিক বা বিভক্তিযুক্ত শব্দের পশ্চাতে বা পরে বসে। বাংলা ভাষায় অব্যয়সূচক এমন এই শব্দ গুলো বাক্যের মধ্যে কখনো কখনো বিশেষ্য বা সর্বনাম পদের সাথে যুক্ত হয়ে, অথবা শব্দ বিভক্তির ন্যয় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে, তাদেরকে অনুসর্গ বা কর্মপ্রবচনীয় শব্দ বলে।

সংজ্ঞা : যে সকল অব্যয়সূচক শব্দ বা শব্দাংশ বিশেষ্য বা সর্বনাম পদের পরে যুক্ত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে, তাদেরকে অনুসর্গ বলে। যেমন- দ্বারা, দিয়া, কর্তৃক, হইতে, থেকে, চেয়ে, বিনা, অপেক্ষা ইত্যাদি।

অনুসর্গের বৈশিষ্ট্য :

অনুসর্গের সংজ্ঞা বিশ্লেষণ করলে এর কতকগুলো বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। যেমন-

১. অনুসর্গগুলো বিভক্তির পরিবর্তে বসে বিভক্তির কাজ করে ।

২. এরা বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসে।

৩. কারক নির্ণয়ের ক্ষেত্রেও অনুসর্গ ব্যবহৃত হয়।

আরও পড়ুন