আন্তর্জাতিক সাক্ষরতা দিবস - বাংলা রচনা - Class 6, 7, 8, 9, 10
উপস্থাপনা :
প্রতি বছর ৮ সেপ্টেম্বর সারা বিশ্বে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে পালিত হয় । জাতিসংঘের আহবানে এ দিবসটি পালিত হয় । বর্তমানে উন্নত বিশ্বে শিক্ষিতের হার ব্যাপক বলে সেসব দেশে দিবসটির তাৎপর্য গুরুত্বপূর্ণ নয় । তবে তৃতীয় বিশ্বের গরিব দেশগুলোতে সাক্ষরতার অভিশাপ জাতিকে তিলে তিলে দগ্ধ করছে; আহত করছে সচেতন মানবতাবাদী শিক্ষিত জানতাকে । সারা বিশ্বে নিরক্ষর লোকের সংখ্যা প্রায় একশ কোটি। এর মধ্যে ৬৭ কোটি নিরক্ষর লোক বাস করে দক্ষিণ-পূর্ব এশিয়ায় ।
বাংলাদেশের সাক্ষরতা :
বাংলাদেশ নিরক্ষর অঞ্চলের আওতায় অবস্থিত। মোট জনসংখ্যার প্রায় ৫ কোটি নিরক্ষর। এসব নিরক্ষর জনগোষ্ঠীকে শিক্ষিত করে গড়ে তোলার জন্যে জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রচেষ্টা চলছে। এডিবি এবং বিশ্ব ব্যাংকসহ অন্যান্য সংগঠনসমূহ এ ব্যাপারে সোচ্চার। শিক্ষার আলো থেকে বঞ্চিত জনগোষ্ঠী উন্নত জীবন যাপন থেকে বঞ্চিত। জীবনের সুখ-স্বাচ্ছন্দ্য তারা ভোগ করতে পারে না।
উন্নত জীবন যাপনের জন্যে আধুনিকভাবে যে আহবান তা পেতে হলে প্রয়োজন শিক্ষার । কিন্তু অশিক্ষিত নিরক্ষর জাতি যে তিমিরে ছিল এখানো তিমিরেই অবস্থান করছে। বাংলাদেশের মতো অবস্থান ছিল প্রতিবেশী দেশগুলোর, কিন্তু শিক্ষা-দীক্ষা ও সাক্ষরতায় তারা সফলতা অর্জন করে জীবন মান উন্নত করেছে। কিন্তু বাংলাদেশে সাক্ষরতা অভিযান চলছিল দীর্ঘ দিন ধরে। তবে তা যথার্থ সমন্বিত না হওয়ায় তার অগ্রগতি সাধিত হয়নি ।