October 25

প্রাণী জগতের শ্রেণীবিন্যাস, পর্ব ও প্রয়োজনীয়তা

প্রাণীদের বৈচিত্র্যময়তার জন্য প্রাণী বিজ্ঞানীরা বিভিন্ন ভাবে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস করেছেন। নিম্নে তা উদাহরণ সহ উল্লেখ করা হলো :

প্রাণী জগতের শ্রেণীবিন্যাস :

১. আকার ও আকৃতির ভিত্তিতে :

ক। অতি-আণুবীক্ষনিক : উদাহরণ — Plasmodium vivax (ম্যালেরিয়া জীবাণু।।

খ। আলোক আণুবীক্ষণিক : উদাহরণ — এ্যামিবা, হাইড্রা, সাইক্লোপস্‌, ড্রাফনিয়া ইত্যাদি ।

গ। বড় প্রাণী :- উদাহরণ — পিঁপড়া, মাছি, কেঁচো, আরশোলা, কুমীর, কুকুর, বিড়াল, তিমি, মানুষ ইত্যাদি।

২. প্রতিসাম্যের ভিত্তিতে : জীবদেহের বিভিন্ন অঙ্গের আনুপাতিক আকৃতি, গঠন, আকারের বিবরণ ইত্যাদিকে প্রতিসাম্য বলে । প্রতিসাম্যের ভিত্তিতে প্রাণী প্রধানতঃ চার প্রকারের হয় যথা —

ক। অপ্রতিসাম্য : উদাহরণ — অ্যামিবা, শামুক ইত্যাদি।

খ। দ্বি-পার্শ্বীয় প্রতিসাম্য : উদাহরণ- আরশোলা, টিকটিকি, ব্যাঙ, মানুষ ইত্যাদি ।

গ। অরীয় প্রতিসাম্য : উদাহরণ- হাইড্রা, জেলী ফিস, তারামাছ ইত্যাদি ।

ঘ। গোলীয় প্রতিসাম্য : উদাহরণ — ভলবক্স, কলোনী ইত্যাদি ।

আরও জানুন