February 15, 2024
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচনা - ১০০, ৩০০ এবং ৫০০ শব্দ
সূচনা :-
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার ইতিহাসে এক স্মরণীয় ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশের প্রাণপ্রিয় নেতা।
জন্ম :-
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের সতেরোই মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম শেখ লুৎফর রহমান আর মাতার নাম সায়েরা খাতুন। ছোটবেলায় তাঁকে আদর করে খোকা নামে ডাকা হতো।
বাল্যকাল :-
কিশোর বঙ্গবন্ধু ছোটবেলা থেকেই ছিলেন জনদরদি। ছোটবেলা থেকেই তিনি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সমান চোখে দেখতেন।
রাজনীতি :-
তিনি ছাত্রজীবনেই রাজনীতিতে জড়িয়ে পড়েন। অষ্টম শ্রেণির ছাত্র থাকাকালীন অন্যায়ের প্রতিবাদ করায় তিনি জেলে যান।