ভাবসম্প্রসারণ : মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে (৩টি)
মূলভাব : এ ধূলির ধরার প্রতি মানুষের ভালোবাসা অকৃত্রিম। তাই মৃত্যু অবধারিত জেনেও মানুষ এ পৃথিবী থেকে বিদায় নিতে চায় না।
সম্প্রসারিত ভাব : মৃত্যু অমোঘ সত্য জেনেও মানুষ পৃথিবীর রূপ-রস-বর্ণ-গন্ধ-স্পর্শ ছেড়ে যেতে চায় না। এ অমরত্বের প্রার্থনা মানুষের চিরন্তন। পৃথিবীর ধূলিকণা মধুময়। মধুময় পৃথিবীর ধূলিকণা গায়ে মেখে কবি অমৃত্যের স্বাদ লাভ করতে চান। কবির কাছে পৃথিবী সুন্দর। মৃত্যুর মধ্য দিয়ে কবি পৃথিবী থেকে চির বিদায় নিতে চান না। পৃথিবী মানবের এক অপূর্ব লীলাক্ষেত্র। এখানে মানুষে মানুষে মিলেমিশে পৃথিবীকে নান্দনিক সৌন্দর্যে ভরিয়ে রেখেছে।
কবি সে সৌন্দর্যে অবগাহনের মাধ্যমে সমস্ত মানবের মাঝে বিলীন হয়ে যেতে চান। মানুষ সৃষ্টির সেরা জীব। মানুষের চেয়ে বড় কিছু নেই, নেই কিছু মহীয়ান। এ মানুষের মাঝে থেকে মানুষের সুখ দুঃখে নিজেকে উজাড় করে ঢেলে দিয়ে কবি মানুষের মাঝে বাঁচতে চান। কবির বাঁচার আকাঙ্ক্ষা অত্যন্ত সুন্দররূপে আলোচ্য চরণে বাঙময় হয়ে উঠেছে। মনে হয় এ যেন লিরিক নয়, নিষ্ঠুর জীবনতত্ত্ব।