January 23, 2024

বাংলা প্রবন্ধ রচনা - সুন্দরবন 

ভূমিকা:

পৃথিবীর একক বৃহত্তম স্বয়ংক্রিয় উৎপাদনশীল ম্যানগ্রোভ ফরেস্ট হলো সুন্দরবন। বিচিত্র সব বন্যপ্রাণীর সমাবেশ সুন্দরবনকে চিহ্নিত করেছে এক অপরূপ প্রাকৃতিক নিদর্শন হিসেবে। তাছাড়া এখানে বিভিন্ন প্রকার গাছপালার চমৎকার সমাবেশ ঘটেছে।

সুন্দরবন হচ্ছে একক ইকো সিস্টেম, যেটা শুধু বাংলাদেশ নয় পৃথিবীর অন্যান্য দেশের মানুষের কাছেও আকর্ষণীয় বিষয়। সুন্দরবনের ৬২ শতাংশ বাংলাদেশের খুলনা বিভাগে এবং অবশিষ্ট ৩৮ শতাংশ ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনায় অবস্থিত।

সুন্দরবনের আয়তন ও অবস্থান:

সুন্দরবন পৃথিবীর পৃথিবীর বৃহত্তম জোয়ারবিধৌত গরান বনভূমি (Mangrov Forest)। কর্কটক্রান্তির সামান্য দক্ষিণে বাংলাদেশ ও ভারতের উপকূল ধরে বিস্তৃত ২১°৩০ ২২° ৩০ উত্তর অক্ষাংশ এবং ৮৯°০০′–৮৯°৫৫′ পূর্ব দ্রাঘিমার মধ্যবর্তী স্থানে এ বনভূমির অবস্থান।

প্রায় ২০০ বছর আগেও সুন্দরবনের আয়তন ছিল প্রায় ১৭,০০০ বর্গ কিলোমিটার। কিন্তু বর্তমানে এ বনভূমির আয়তন মাত্র ৪,০০০ বর্গ কিলোমিটার । যার মধ্যে প্রায় ১,৭০০ বর্গ কিলোমিটার জলাভূমি ।

আরও পড়ুন