December 8, 2024

গ্রীষ্মকাল,বর্ষাকাল,শরৎকাল ও বসন্তকাল সম্পর্কে ১০টি করে বাক্য

সুজলা-সুফলা, শস্য- শ্যামলা আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। এদেশে প্রাকৃতিক নিয়মেই ৬টি ঋতুর আগমন ঘটে বিভিন্ন বিচিত্র এবং বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমাদের সুবিধার জন্যই গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল ও বসন্তকাল সম্পর্কে ১০টি করে বাক্য তৈরী করে দেখানো হলো।

গ্রীষ্মকাল সম্পর্কে ১০টি বাক্য :

১। বাংলাদেশের ষড়ঋতুর মধ্যে গ্রীষ্মকাল হলো প্রথম ঋতু। বৈশাখ ও জৈষ্ঠ্য এই দুই মাস হলে গ্রীষ্ম ঋতু।

২। গ্রীষ্মকাল আগমন হয় খাঁ খাঁ রোদ আর কালবৈশাখী ঝড় নিয়ে।

৩। গ্রীষ্মকালের প্রখর রোদে মাঠ- ঘাট ফেটে চৌচির হয়ে যায়। জনজীবন হয়ে ওঠে অতিষ্ঠ।

৪। গ্রীষ্মকালের বেলা হয় অত্যন্ত দীর্ঘ। কারন এ সময় দিন অনেক বড় হয়।

৫। গ্রীষ্মাকালে মাঝে মাঝে কাল বৈশাখী ঝড় হয়ে সবকিছু লন্ডভন্ড করে দেয়।

৬। গ্রীষ্মকালের প্রকৃতি অনেক কঠিন হয়ে পড়লেও এ সময় পচুর পরিমানে ফল পাওয়া যায়।

৭। গ্রীষ্মকে মধুমাস বলা হয়। কারন গ্রীষ্মে আম, জাম, কাঠাল, লিচু প্রভিতি নানা রকম ফলে ভরপুর থাকে।

বিস্তারিত জানুন