January 29, 2024

মহানবী সাঃ এর জীবনী - রচনা ১০০, ২০০ ও ৩০০ শব্দ - PDF

ভূমিকা:

আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাঃ ছিলেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী। তিনি ছিলেন আল্লাহ তায়ালার প্রিয় রাসূল।

মহানবী সাঃ এর জীবন :

মহানবী সাঃ ৫৭০ খ্রিস্টাব্দে মক্কা নগরীতে সম্ভ্রান্ত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তিনার আব্বার নাম আব্দুল্লাহ এবং মাতার নাম আমিনা।

মহানবী সাঃ এর ছোটবেলা :-

মহানবী সাঃ এতিম ছিলেন। কুরাইশ বংশের নেতা আব্দুল মুত্তালিব ছিলেন তার দাদা। তিনি প্রথমে তার দাদার বাড়িতে লালিত পালিত হন। দাদা ইন্তেকালের পর তার চাচা আবু তালিব তার লালন পালনের দায়িত্ব গ্রহণ করেন।

বিবাহ :-

তিনার ২৫ বছর বয়সে হযরত খাদিজা রাঃ এর সাথে বিয়ে হয়। তখন হযরত খাদিজা রাঃ এর বয়স ছিল ৪০ বছর।

আরও পড়ুন