নিরক্ষরতা দূরীকরণ - বাংলা রচনা | Sikkhagar
উপস্থাপনা ঃ
নিরক্ষরতা একটি জাতির জন্য অভিশাপস্বরূপ। নিরক্ষর জাতি কখনো উন্নতি লাভ করতে পারে না। তাই দেশ ও জাতির উন্নতিকল্পে নিরক্ষরতা দূরীকরণ অত্যবশ্যক। বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটি অন্যতম দরিদ্র দেশ। এখানে নিরক্ষরতা একটা উল্লেখযোগ্য সমস্যা। এ সমস্যার আশু সমাধান করতে না পারলে বাংলাদেশের ভবিষ্যৎ অনিশ্চিত।
শিক্ষার প্রয়োজনীয়তা ঃ
জাতীয় জীবনে শিক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম । শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড-জাতির আলোকবর্তিকা । বলা হয়, শিক্ষা হচ্ছে আমাদের জাতীয় জীবনের আলোর দিশারী । শিক্ষার আলো ব্যতিত মানুষ জোগে ওঠতে পারে না । মূর্খ মানুষ নিজের ভালো মন্দ বুঝে না ।
শিক্ষা সম্পর্কে মহানবী (সঃ) বলেন, “জ্ঞানর্জনের জন্য সুদূর চীন দেশে যাও।” আরো বলা হয় “মূর্খের উপাসনার চেয়ে জ্ঞানীর নিদ্রা উত্তম।” “জ্ঞান সাধকের কলমের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র।” অতএব বলা যায় শিক্ষা হচ্ছে জাতির দুর্জয় শক্তি, মুক্তির দিশারী, সভ্যতার ভিত্তিভূমি।
নিরক্ষরতার অভিশাপ ঃ
যে কোন জাতির উন্নতির মূলে রয়েছে শিক্ষা। নিরক্ষরতার অভিশাপ জাতিকে নিয়ে যায় অন্ধকারের অতল গহ্বরে। নিরক্ষর লোকেরা নিজের উন্নতি ও জাতীয় উন্নতি কোনটিতেই ভূমিকা রাখতে পারে না। তারা দেশ ও জাতির বোঝাস্বরূপ। আমাদের বাংলাদেশও নিরক্ষরতার অভিশাপে অভিশপ্ত। কোন দেশের বিশাল জনগোষ্ঠীকে নিরক্ষর রেখে জাতীয় উন্নতি ও অগ্রগতি অর্জন করা সম্ভব নয়।