July 3
বাক্য গঠনের নিয়ম।একটি সার্থক বাক্যের কয়টি গুন বা অংশ থাকে উদাহরণ সহ
সংজ্ঞা : অর্থবোধক কয়েকটি পদ বা শব্দ মিলিত হয়ে বক্তার মনের ভাব সম্পূর্নরূপে প্রকাশ করলে তাকে বাক্য বলে।
বাক্য গঠনের নিয়ম :
বাক্য গঠনের নিয়ম বলতে বাক্যে কোন পদ কোন পদের আগে বসবে বা পরে বসবে তাকে বোঝায়। একে ব্যাকরণের ভাষায় পদবিন্যাস বা পদক্রম বলে।
বাক্য গঠনকালে নিম্নলিখিত নিয়মগুলো মনে রাখতে হবে :
১। বাক্যের প্রথমে কর্তা এবং বাক্যের শেষে সমাপিকা ক্রিয়া বসবে। যেমন-বালকটি (কর্তা) হাসছে (সমাপিকা ক্রিয়া) ।
২। প্রতি বাক্যে একটি ক্রিয়া বসবেই। ক্রিয়া ছাড়া বাক্য হয় না। যেমন-বালকটি হাসছে (ক্রিয়া) ।
৩. অসমাপিকা ক্রিয়া সমাপিকা ক্রিয়ার আগে বসে। যেমন-আমি অজু করে নামাজ পড়ব।