July 20, 2023

বাংলা রচনা : ঈদে মিলাদুন্নবী ক্লাস ৬, ৭, ৮, ৯, ১০ - Sikkhagar

ঈদে মিলাদুন্নবী (স)

উপস্থাপনা ঃ

আরবি চান্দ্র মাস রবিউল আউয়ালের বারো তারিখ বিশ্ব মুসলিমের নিকট পবিত্র দিন। এ দিনই মহানবী হযরত মুহাম্মদ (স) এই ধরাধামে আবির্ভূত হয়েছেন। আরও বিস্ময়ের ব্যাপার হচ্ছে ঐ নির্দিষ্ট দিনেই তার তিরোধান সংঘটিত হয়।

এ কারণে দিনটি যুগপৎ আনন্দ ও বেদনার দিন হিসেবে বিশ্ববাসীর কাছে বিবেচিত হয়ে আসছে।

ঈদে মিলাদুন্নবী কী :

আরবী ‘ঈদ' অর্থ খুশি বা আনন্দ উৎসব। আর 'মিলাদ' অর্থ জন্মক্ষণ বা দিন। সুতরাং ঈদে মিলাদুন্নবী অর্থ হলো জন্মদিনের উৎসব। রাসূল (স) যে ১২ রবিউল আউয়াল এ পৃথিবীতে এসেছেন এবং যেদিন তিনি ইন্তেকাল করেছেন সেদিনটি ঈদ হিসেবে পরিগণিত।

মিলাদুন্নবী (স)-এর উদ্দেশ্য :

যাঁর কল্যাণে বিশ্ব মুসলিম আল্লাহকে চিনেছে, মুক্ত হয়েছে সমস্ত শিরক হতে এবং খুঁজে পেয়েছে আখিরাতের মুক্তিপথ, সে মহান ব্যক্তিত্বের অনুসৃত পথে চলার বারতা নিয়ে আসে এ দিনটি।

Read more..