March 24, 2024

স্বদেশের উপকারে নাই যার মন : ভাবসম্প্রসারণ - (৩টি)

স্বদেশের উপকারে নাই যার মন ভাবসম্প্রসারণ- ১

মূলভাব : স্বদেশপ্রেম মানুষের একটি উন্নত আদর্শ। যার মধ্যে স্বদেশপ্রীতি নেই সে মানুষ হয়েও পশুর চেয়ে নিকৃষ্ট।

সম্প্রসারিত ভাব : স্বদেশপ্রেম মানবজীবনের মহান বৈশিষ্ট্য। স্বদেশপ্রেমের এ বৈশিষ্ট্য যার মধ্যে অনুপস্থিত, তাকে প্রকৃত মানুষ হিসেবে গণ্য করা যায় না। দেশপ্রেমের মাধ্যমে মানুষের যথার্থ পরিচয় মেলে। জন্মভূমি স্বর্গ থেকেও শ্রেষ্ঠ।

হাদিসে আছে, “জন্মভূমিকে ভালোবাসা ঈমানের অঙ্গ।” যারা দেশকে ভালোবাসেন এবং দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত রাখেন প্রকৃত প্রস্তাবে তারাই মানুষ নামের যোগ্য। জগতের মহামানবগণের প্রত্যেকেই স্বদেশভক্ত ও দেশের উপকারে নিবেদিতপ্রাণ।

বীরপুরুষরা দেশের জন্য প্রাণ দিতেও কুণ্ঠাবোধ করেন না। তাঁরা দেশের জন্য অকাতরে নিজের জীবনকে উৎসর্গ করে থাকেন। এরূপ ইচ্ছা যে ব্যক্তির নেই, সে মানুষ নামের অযোগ্য। নিজ মাতৃভূমিকে যে ভালোবাসে না, স্বদেশের জন্য যার কোনো অবদান নেই, মানুষ নামের জীব হয়েও সে বিবেক বুদ্ধিহীন পশুর তুল্য।

পুরোটা পড়ুন