মহানবী সাঃ এর জীবনী- রচনা: ৫০০, ৭০০ ও ১০০০ শব্দ- PDF (৩টি)
ভূমিকা :
হযরত মুহাম্মদ (স) ইসলামের শেষ নবী। আমরা তাঁর উম্মত। হযরত আদম (আ) থেকে শুরু করে হযরত মুহাম্মদ (স) পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল দুনিয়াতে এসেছেন। তাঁদের মধ্যে হযরত মুহাম্মদ (স) সর্বশ্রেষ্ঠ রাসূল। তাঁর পরে আর কোনো নবী রাসূল দুনিয়াতে আসবেন না।
জন্ম ও বাল্যজীবন :
৫৭০ খ্রিস্টাব্দের ২৪ আগস্ট (১২ রবিউল আউয়াল) হযরত মুহাম্মদ (স) আরবের সম্ভ্রান্ত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আবদুল্লাহ এবং মাতার নাম আমেনা। তাঁর জন্মের পূর্বে পিতা আবদুল্লাহ ইন্তেকাল করেন। ছয় বছর বয়সে মাতা আমেনাও ইন্তেকাল করেন। অতঃপর শিশু নবী পিতামহ আবদুল মোত্তালিবের স্নেহছায়ায় বড় হতে লাগলেন।
দাদার স্নেহ আদরে তিনি পিতামাতার অভাব অনেকটাই ভুলে গিয়েছিলেন। ভাগ্যের পরিহাস দাদা মোত্তালিবও তার অত্যন্ত স্নেহভাজন আট বছরের নাতী শিশু নবীকে ত্যাগ করে মানবলীলা সংবরণ করেন। এরপর পিতৃব্য আবু তালেব তার লালন পালনের দায়িত্ব গ্রহণ করেন।