May 30, 2024

অনুচ্ছেদ রচনা : হযরত মুহম্মদ সাঃ ও শেরেবাংলা এ. কে. ফজলুল হক

হযরত মুহম্মদ (স)

হযরত মুহম্মদ (স) ছিলেন সেই মহাপুরুষদের মধ্যে অন্যতম যিনি চরিত্রবান; মানবপ্রেম, জীবপ্রেমে মহীয়ান। বিপদে ধৈর্যশীল, দারিদ্র্যে অবিচল, শত্রুর প্রতি ক্ষমাশীলতার মহৎ দৃষ্টান্তে তাঁর জীবন সমুজ্জ্বল। আল্লাহর মহানবী হওয়া সত্ত্বেও হযরত মুহম্মদ (স) ছিলেন মানুষ। তাই তিনি মানবজাতির গৌরব। ৬৩ বছরের জীবনে নানা পরিস্থিতির মধ্যেও তাঁর জীবনের মূলধারা ছিল অপরিবর্তিত। তিনি সব সময় সহজ, সরল অনাড়ম্বর জীবনযাপন করতেন। তাঁর চরিত্রে একই সাথে মিশেছিল হাসিখুশি ভাব, কোমলতা ও কঠোরতা। আপন বিশ্বাসে, সত্যের জন্য সংগ্রামে তিনি ছিলেন বজ্রের মতো কঠোর, পর্বতের মতো অটল।

আরও পড়ুন