January 18, 2024

শৈশব স্মৃতি - বাংলা প্রবন্ধ রচনা

ভূমিকা :

জীবনটা আসলে কেমন যেন একটা নির্দিষ্ট ছকে বাঁধা। আজ যে সুন্দর দিন বয়ে যাচ্ছে কাল তা স্মৃতির পাতায় জমা হচ্ছে। ঘড়ির কাঁটায় সময় এগিয়ে যাচ্ছে। অতীত একটি ইতিহাসের ছায়া হয়ে ভেসে উঠছে চোখের সামনে। একসময়ের শৈশব, কৈশোরকে মনে হয় আজ অনেক দিনের ঘটনা। কিংবা এই তো দেখতে দেখতে হারিয়ে গেল স্বপ্নময় সুন্দর সে রোমাঞ্চকর দিনগুলো।

শৈশব স্মৃতি :

শৈশব স্মৃতি মানে শৈশবের সুখময় কিছু স্মৃতি। যখনই শৈশবের কথা মনে পড়ে আত্মবিস্মৃত হয়ে যাই আমি। আমার দৃষ্টিপথে শৈশব এসে দাঁড়ায়। আমি এই কোলাহলমুখর শহর ছেড়ে অতীতের দিকে চলতে থাকি। অসংখ্য ঘটনা এসে উকি মারে আমার স্মৃতির জানালায়।

শৈশবের কিছু ঘটনা অস্পষ্ট ও জীবন্ত :

আমার শৈশবের প্রথম চার বছরের ঘটনা আমি পুরোপুরি বিস্মৃত হয়ে গেছি। কিন্তু যদ্দুর মনে পড়ে, আমি ছিলাম পরিবারের সকলের আদরের। বিশেষত আমার দাদীজান আমাকে অসম্ভব ভালোবাসতেন। তিনি প্রতিরাতে আমাকে রূপকথা, গল্প (যা আমি সত্য বলে ভেবে নিতাম) বলে ঘুম পাড়াতেন। আমার মনে পড়ে, তিনি তার বৃদ্ধ বয়স পর্যন্ত ছিলেন অত্যন্ত ধার্মিক, ন্যায়নিষ্ঠ এবং বিনয়ী।

আমার শৈশব :

আমার শৈশব ও কৈশোর কেটেছে সুন্দর সাজানো প্রকৃতির একটি শোভাময়— ছায়াময় গ্রামে। যার পাশে অবস্থিত ছোট উপশহর। গ্রামটির পাশ দিয়ে বয়ে গেছে বৈরাগী খাল। ভরা জোয়ারে বৈরাগীর কোল রূপকথার ছবির মতো অবস্থিত— এখানেই জন্মেছি আমি।

আরও পড়ুন