January 1, 2024
বিভিন্ন রাশির নাম, সংকেত, একক ও মাত্রা - PDF
এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে আমরা রাশি বলি। যেমন, একটি টেবিলের দৈর্ঘ্য পরিমাপ করা যায়, দৈর্ঘ্য একটি রাশি। তোমার দেহের ভর পরিমাপ করা যায়, ভর একটি রাশি। তুমি কতক্ষণ ধরে বইটি পড়ছো সেই সময় মাপা যায়, সময় একটি রাশি। তুমি যদি একটি বস্তু তুলতে বল প্রয়োগ কর, সেই বল পরিমাপ করা যায় সুতরাং বল একটি রাশি।
এই পোস্টের মাধ্যমে আজ আমরা শিখব বিভিন্ন রাশির নাম, ইংরেজি পরিভাষা, সংকেত, একক ও মাত্রা।