আমার দেখা একটি মেলা - রচনা : class 6, 7, 8
ভূমিকা:
গ্রামবহুল বাংলাদেশের শতকরা প্রায় আশি জন লোক গ্রামে বাস করে। গ্রামের বিপুল মানুষের আনন্দ-উচ্ছ্বাস ও বিনোদনের জন্যে গ্রাম বাংলার সর্বত্রই এ মেলা অনুষ্ঠিত হয় । বিভিন্ন কারুকার্যপূর্ণ পণ্যদ্রব্য গ্রাম্যমেলায় কেনাবেচা হয়। গ্রামের শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ সব বয়সি মানুষ এতে যোগ দেয় । তাই গ্রাম্যমেলা মিলনের এক তীর্থক্ষেত্র ।
মেলার স্থান:
গ্রাম্যমেলা এমন একটি স্থানে হয় যেখানে গ্রামের লোকেরা সহজে যাতায়াত করতে পারে। বিস্তৃত মাঠে, কোনো বট গাছের নিচে, নদীর তীরে অথবা কোনো খোলা জায়গায় গ্রাম্যমেলার আয়োজন হয় ।
মেলার প্রস্তুতি:
দূর-দূরান্ত থেকে আগত বিক্রেতারা মেলা বসার একদিন আগেই তাদের মালপত্র নির্ধারিত ক্ষণস্থায়ী ঘরে বা খোলা জায়গায় নির্দিষ্ট স্থানে সাজিয়ে রাখে। মেলায় সব ধরনের দোকান বসে। দোকানের মধ্যে বিভিন্ন খেলনার দোকান, মনিহারি দোকান, কাপড়ের দোকান, মাটির ও বেতের খেলনার দোকান, মুড়ি, চিড়া, খই ও মিষ্টির দোকানই প্রধান । ম্যাজিক, নাগরদোলা ও সার্কাসের জায়গায়ই লোকের ভিড় বেশি থাকে।