February 3

বন্যার্তদের সাহায্যের জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন পত্র(২টি)

তোমার এলাকায় বন্যার্তদের সাহায্যের জন্য আবেদন জানিয়ে জেলা প্রশাসকের কাছে একটি আবেদনপত্র লেখ।

তারিখ : ০৯/০৭/২০… ইং
বরাবর,
জেলা প্রশাসক,
বাগেরহাট।
বিষয় : বন্যার্তদের সাহায্যের জন্য আবেদন।

জনাব,
আমরা বাগেরহাট জেলার মোল্লাহাট থানার ভান্ডারখোলা গ্রামের অধিবাসী। সম্প্রতি আকস্মিক বন্যায় আমাদের গ্রামের বিস্তীর্ণ এলাকা ব্যাপক ক্ষয়-ক্ষতির সম্মুখীন হয়েছে। প্রবল বন্যায় ভেসে গেছে মাঠের ফসল, গবাদিপশু ও অসংখ্য ঘরবাড়ি। সবকিছু হারিয়ে এই গ্রামের সাধারণ জনগণ খোলা আকাশের নিচে করুণ জীবনযাপন করছে। চারিদিকে অন্ন ও বিশুদ্ধ পানীয় জলের অভাব প্রকট হয়ে মহামারি ও দুর্ভিক্ষের আভাস দিচ্ছে। এখনই জরুরি ভিত্তিতে খাদ্যদ্রব্য, জ্বালানি, ওষুধপত্র ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের সরবরাহ নিশ্চিত করা একান্ত দরকার।

আরও শিখুন