March 18

জীববিজ্ঞান কাকে বলে? জীববিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা

সংজ্ঞা :- বিজ্ঞানের যে শাখা জীবের (উদ্ভিদ ও প্রাণী) আকৃতি-প্রকৃতি, জীবন বৃত্তান্ত প্রভৃতি বিভিন্ন দিক নিয়ে আলোচনা, পর্যালোচনা ও গবেষণা করে, তাকে জীববিজ্ঞান (Biology) বলে ।

জীববিজ্ঞান বা Biology শব্দের উৎপত্তি :-

জীববিজ্ঞান বা Biology শব্দটির উৎপত্তি হয়েছে দুটি গ্রীক শব্দ থেকে। গ্রীক শব্দ দুটি হচ্ছে- Bios এবং logos. Bios অর্থ life বা জীবন এবং logos অর্থ Knowledge বা জ্ঞান । সুতরাং Biology শব্দের বাংলারূপ হল জীববিজ্ঞান বা জীবন সম্পর্কিত জ্ঞান ।

জীববিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা :-

মানব জীবনের মৌলিক চাহিদা হল খাদ্য, বস্ত্র, বাসস্থান, ওষুধ-পথ্য ইত্যাদি যা জীব জগৎ হতেই পাওয়া যায়। নিম্নে জীববিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তার সংক্ষিপ্ত আলোচনা করা গেল :

১. খাদ্য উৎপাদন : জীববিজ্ঞানের দ্বারা অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা কৃষিকাজ, পশুপালন, মৎস চাষ, বনভূমি সংরক্ষণ ইত্যাদি ক্ষেত্রে প্রভূত উন্নতি সাধন করে এমনটি ধান, গম, পাট প্রভৃতি শস্যের অধিক ফলনশীল বীজ আবিষ্কার করে উৎপাদন বাড়াতে সক্ষম হয়েছি।

আরও পড়ুন