April 1, 2024

ভাবসম্প্রসারণ:সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে

মূলভাব : শুধু আত্মোন্নয়ন নয়, সম্মিলিত প্রচেষ্টাই পারে সামগ্রিক উন্নয়ন সাধন করতে।

সম্প্রসারিত ভাব : মানুষ মাত্রই জীবনকে সার্থক ও সুন্দর করতে চায় শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকলে জীবনকে সার্থক করে তোলা যায় না মানুষের জীবনে সার্থকতা আসে অপরের সহযোগিতা, কল্যাণ ও উপকার সাধনের মাধ্যমে। পারস্পরিক সহযোগিতাই মানবজীবনের উন্নতির মূল। জীবনকে সুন্দর ও দীপ্ত রূপে গড়ে তুলতে হলে মনের সংকীর্ণতা পরিহার করা অপরিহার্য। সকলকে বঞ্চিত করে কখনো মনের বিকাশ সম্ভব নয়।

ব্যক্তিস্বার্থ পরিহার করে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভালোবাসা দিয়ে অপরের মন জয় করা যায় এবং তখনই নিজের মন- মানসিকতার প্রসার ঘটে। মহৎ ব্যক্তিগণ বিশ্বমানবের। তাঁরা সকলের প্রিয়, সকলের আপনজন। তাঁরা অপরের মুখে হাসি ফোটানোয় সদা সচেষ্ট থাকেন এবং তাদের আনন্দ দেখে সুখী হন। অপরের জন্যে নিজের স্বার্থ বিসর্জন দিতে কখনো তাঁরা দ্বিধাবোধ করেন না। তাঁদের জীবন পুষ্পের ন্যায় পরার্থে উৎসর্গীকৃত।

মন্তব্য : পরোপকারের মধ্যেই রয়েছে প্রকৃত মহত্ত্ব। তাই আমরাও এ মহত্ত্ব অর্জনে সচেষ্ট হব।

আরও পড়ুন