July 2

প্রাদি,নিত্য,সুপসুপা সমাস।সমস্যমান পদ ও ব্যাসবাক্য,সংজ্ঞা সহ উদাহরণ

প্রাদি সমাস : প্র, প্রতি, অনু প্রভৃতি অব্যয়ের সঙ্গে যদি কৃৎ প্রত্যয় সাধিত বিশেষ্যের সমাস হয়, তবে তাকে প্রাদি সমাস বলে।

প্রাদি সমাসের উদাহরণ :

  • প্র (প্রকৃষ্ট) যে ভাত = প্রভাত
  • বস্তু থেকে উৎখাত = উদ্বাস্তু
  • উৎ (অতিক্রান্ত) সর্গ যা = উৎসর্গ
  • সু (শোভন) হৃদয় যার = সুহৃদয়
  • প্র (প্রকৃষ্ট) যে ভাব = প্রভাব
  • প্র যে বচন = প্রবচন
  • পরি যে ভ্রমণ = পরিভ্রমণ
  • শৃঙ্খল থেকে অতিক্রান্ত = উচ্ছৃঙ্খল
  • অভিগত মুখ = অভিমুখ
  • উদগত নিদ্ৰা = উন্নিদ্র
  • উদগত কেন্দ্র = উৎকেন্দ্র
  • উদগত শৃঙ্খলকে = উচ্ছৃঙ্খল
  • উদগত বেলাকে = উদ্বেল
  • কু (কুৎসিত) পুরুষ = কাপুরুষ
  • (প্র) প্রকৃষ্ট ভাত (জ্যোতি) = প্রভাত
  • প্ৰ (প্ৰকৃষ্ট) গতি = প্রগতি

আরও পড়ুন