July 2
জড়তা কাকে বলে?কত প্রকার।স্থিতি জড়তা,গতি জড়তা সংজ্ঞা সহ উদাহরণ
সংজ্ঞা : বস্তু যে অবস্থায় রয়েছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা সেই অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম, তাকে জড়তা( Inertia)বলে।
জড়তার উদাহরণ :
গাড়ি হঠাৎ চলতে শুরু করলে আরোহীর শরীরের নিম্নভাগ গাড়ির সাথে গতিপ্রাপ্ত হয়। কিন্তু শরীরের উপরিভাগ স্থিতিজড়তার জন্য স্থির থাকে। ফলে আরোহী পেছনের দিকে হেলে পড়ে। বিপরীত পক্ষে, গাড়ি হঠাৎ থামলে শরীরের নিচের অংশ স্থির হয় কিন্তু গতি জড়তার কারণে ওপরের অংশ সামনের দিকে ঝুঁকে পড়ে।
জড়তার প্রকারভেদ :
স্থিতি জড়তা :
সংজ্ঞা : স্থিতিশীল বস্তুর চিরকাল স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা বা স্থিতি বজায় রাখতে চাওয়ার যে ধর্ম, তাকে স্থিতি জড়তা বলে।