আমার পড়া একটি বইয়ের গল্প - বাংলা প্রবন্ধ রচনা
ভূমিকা:
পৃথিবীর সবাই বই ভালোবাসে। কোনো বই পড়ার পর বইটি ভালো লেগেছে একথাটি বলা অত্যন্ত সহজ, কিন্তু বইটি ভালোলাগার কারণ নির্দেশ করা অনেকটা কঠিন। কারণ ভালোলাগা ব্যাপারটি একান্তভাবেই ব্যক্তিগত রুচির ওপর নির্ভর করে।
কোনো একটি বই একজনের ভালো লাগলেও অন্য একজনের নিকট পুরোপুরি ভালো নাও লাগতে পারে। তবে ভালো বইয়ের মধ্যে এমন একটি গুণ থাকে যা সহৃদয় পাঠকচিত্তের ওপর প্রভাব বিস্তার করবেই ।
বইয়ের নাম:
আমি যে বইটিকে ভালোবাসি তা একটা ক্ষুদ্র বই । এমন একটা বই আমার প্রিয় বললে অনেকে হয়তো আমাকে সমর্থন করবে না। তবু আমি আমার প্রিয় বইটির নাম সগর্বে প্রকাশ করছি। আমার প্রিয় বই অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘রামের সুমতি'।
ভালো লাগার কারণ:
পৃথিবীতে বহু বিখ্যাত বই থাকতে ‘রামের সুমতি' আমার কেন ভালো লাগল তা ঠিকমতো বলতে পারব না। আমার মনে হয় আমি রামকে ভালোবেসেছি। কমবয়সি রামের দুষ্ট বুদ্ধির নানারকম চিত্র শরৎচন্দ্রের ‘রামের সুমতি'র মধ্যে খুঁজে পাওয়া যায়। রামের মা-বাবা ছিল না। বৌদি নারায়ণীর স্নেহ ও শাসনের ছায়াতলে সে বেড়ে উঠেছিল।