May 6, 2024

রচনা : স্বাস্থ্যই সম্পদ / স্বাস্থ্যই সকল সুখের মূল 

উপস্থাপনা :

শরীর সুস্থ ও নিরোগ থাকার নাম স্বাস্থ্য। স্বাস্থ্য সকল সুখের মূল। "Health is the root of all happiness." স্বাস্থ্যবান ব্যক্তিই জগতের সুখী ও সৌভাগ্যবান ব্যক্তি। পক্ষান্তরে, স্বাস্থ্যহীন ব্যক্তি জগতের সবচেয়ে অসুখী ও হতভাগ্য ব্যক্তি।

স্বাস্থ্যের প্রয়োজনীয়তা :

স্বাস্থ্য মানুষের পরম সম্পদ। Health is wealth: শরীর সুস্থ না থাকলে মনে আনন্দ থাকে না । কোন কাজে মন বসে না। আমোদ-প্রমোদে তৃপ্তি আসে না। আহারে রুচি হয় না। অতএব বলা যায়, জীবনের সকল প্রকার আনন্দ, পরিতৃপ্তি ও কর্ম তৎপরতার মূলে রয়েছে স্বাস্থ্য। মানুষ নিজেই তার ভাগ্য নির্মাতা। ভাগ্য নির্মাণ করতে হলে চাই সুস্থ দেহ—চাই সুস্থ মন। স্বাস্থ্যবান ব্যক্তিই দেশ ও জাতির গৌরব। দেশ ও জাতি তার কাছ থেকে অনেক কিছুই আশা করতে পারে। প্রকৃত পক্ষে, সুস্থদেহী কর্মপটু মানুষ একটা দেশের প্রকৃত জাতীয় সম্পদ।

স্বাস্থ্যবান ব্যক্তি :

স্বাস্থ্যবান ব্যক্তি একজন সুখী ব্যক্তি। পূরনো কুটিরে বাস করে এবং তৃণ শয্যায় শয়ন করেও সে সুখী । সে সকল কাজেই আনন্দ ও উৎসাহ পায় । তার মন থাকে সদা প্রফুল্ল । সে হয় কর্মঠ, উদ্যোগী, সহিষ্ণু এবং অধ্যবসায়ী। পৃথিবীর রূপ-রস-গন্ধ- স্পর্শ তার কাছে হয়ে ওঠে অত্যন্ত মোহনীয়। সে জানে, সুস্থ দেহে থাকে সুস্থ মন। কেবলমাত্র স্বাস্থ্যবান ব্যক্তিই বলতে পারে—

“মরিতে চাহি না আমি সুন্দর ভূবনে,

মানুষের মাঝে আমি বাঁচিবারে চাই ।”

আরও পড়ুন