রচনা : স্বাস্থ্যই সম্পদ / স্বাস্থ্যই সকল সুখের মূল
উপস্থাপনা :
শরীর সুস্থ ও নিরোগ থাকার নাম স্বাস্থ্য। স্বাস্থ্য সকল সুখের মূল। "Health is the root of all happiness." স্বাস্থ্যবান ব্যক্তিই জগতের সুখী ও সৌভাগ্যবান ব্যক্তি। পক্ষান্তরে, স্বাস্থ্যহীন ব্যক্তি জগতের সবচেয়ে অসুখী ও হতভাগ্য ব্যক্তি।
স্বাস্থ্যের প্রয়োজনীয়তা :
স্বাস্থ্য মানুষের পরম সম্পদ। Health is wealth: শরীর সুস্থ না থাকলে মনে আনন্দ থাকে না । কোন কাজে মন বসে না। আমোদ-প্রমোদে তৃপ্তি আসে না। আহারে রুচি হয় না। অতএব বলা যায়, জীবনের সকল প্রকার আনন্দ, পরিতৃপ্তি ও কর্ম তৎপরতার মূলে রয়েছে স্বাস্থ্য। মানুষ নিজেই তার ভাগ্য নির্মাতা। ভাগ্য নির্মাণ করতে হলে চাই সুস্থ দেহ—চাই সুস্থ মন। স্বাস্থ্যবান ব্যক্তিই দেশ ও জাতির গৌরব। দেশ ও জাতি তার কাছ থেকে অনেক কিছুই আশা করতে পারে। প্রকৃত পক্ষে, সুস্থদেহী কর্মপটু মানুষ একটা দেশের প্রকৃত জাতীয় সম্পদ।
স্বাস্থ্যবান ব্যক্তি :
স্বাস্থ্যবান ব্যক্তি একজন সুখী ব্যক্তি। পূরনো কুটিরে বাস করে এবং তৃণ শয্যায় শয়ন করেও সে সুখী । সে সকল কাজেই আনন্দ ও উৎসাহ পায় । তার মন থাকে সদা প্রফুল্ল । সে হয় কর্মঠ, উদ্যোগী, সহিষ্ণু এবং অধ্যবসায়ী। পৃথিবীর রূপ-রস-গন্ধ- স্পর্শ তার কাছে হয়ে ওঠে অত্যন্ত মোহনীয়। সে জানে, সুস্থ দেহে থাকে সুস্থ মন। কেবলমাত্র স্বাস্থ্যবান ব্যক্তিই বলতে পারে—
“মরিতে চাহি না আমি সুন্দর ভূবনে,