February 9
মাদ্রাসার ছুটির দরখাস্ত লেখার নিয়ম(সবগুলো একসাথে)
জ্বর থাকায় মাদরাসায় উপস্থিত হতে না পারার জন্য সুপার/অধ্যক্ষের নিকট আবেদনপত্র লেখ।
তারিখ: ২০মে, ২০২...ইং
বরাবর,
সুপার সাহেব
ফেরুয়া কাদেরীয়া ইসলামিয়া দাখিল মাদরাসা।
বিষয় : অনুপস্থিতির জন্য ছুটির আবেদন।
মহোদয়,
বিনীত নিবেদন এই যে, গত ১৫ মে থেকে ১৯ মে ভীষণ জ্বর থাকায় আমি মাদরাসায় উপস্থিত হতে পারিনি।
অতএব, মহোদয় সমীপে সদয় প্রার্থনা, আমাকে উল্লিখিত পাঁচ দিনের ছুটি মঞ্জুর করে বাধিত করবেন।