February 7, 2024

সময়ের মূল্য - রচনা 200 words [ ক্লাস 3, 4, 5 ]

সূচনা:

জ্ঞানীরা বলেন, সময় ও নদীর স্রোত কারও জন্য অপেক্ষা করে না। তাই আমাদের জীবনে উন্নতি করতে হলে সময়ের সদ্ব্যবহার করতে হবে।

সময়ের মূল্য কী:

সময় আসলে অমূল্য। কোনো কাজের সময় চলে গেলে কোনো কিছুতেই তা আর ফিরে আসবে না । সুতরাং কোনো কাজ যথাসময়ে করাই হচ্ছে সময়ের মূল্য দেওয়া বা তার সদ্ব্যবহার করা। কোনো কাজই পরে করার জন্য ফেলে রাখা উচিত নয়। ধনসম্পদ, স্বাস্থ্য ইত্যাদি হারালে চেষ্টার দ্বারা তা ফিরে পাওয়া যেতে পারে। কিন্তু সময় একবার চলে গেলে শত চেষ্টাতেও ফিরে পাওয়া যায় না ।

সময়ের সদ্ব্যবহার করার উপায়:

সময়ের সদ্ব্যবহার করতে হলে আলস্য, বিলাসিতা ও অদরকারি কাজে সময় নষ্ট করা যাবে না । দেশ, সমাজ ও নিজের জীবনের জন্য প্রয়োজনীয় কাজগুলো চিহ্নিত করে তা বাস্তবায়নে মন দিতে হবে ।

আরও পড়ুন