March 18, 2024

জীন কি?এর বৈশিষ্ট্য।বংশগতির বাহক হিসেবে ক্রোমোসোমের গুরুত্ব

ক্রোমোসোমস্থিত রাসায়নিক পদার্থ যা জীবনের বংশগত বৈশিষ্ট্যাবলির ধারক ও বাহক, তাকে জীন বলে ।

যেহেতু DNA অণুই মুখ্যত জীবের বংশগত বৈশিষ্ট্যাবলি পুরুষানুক্রমে এক জনু থেকে অপর জনুতে বহন করে তাই DNA অণুকেই জীন নামে অভিহিত করা হয় ।

জীনের ধর্ম বা বৈশিষ্ট্য :-

জীনের প্রধান ধর্মগুলো বা বৈশিষ্ট্যগুলো হলো :

১. জীন ক্রোমোসোমের অবিচ্ছিন্ন অংশ ।

২. জীন নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত। অধিকাংশ ক্ষেত্রেই এটি DNA দ্বারা গঠিত। কয়েক প্রকার ভাইরাসের দেহে এটি RNA দ্বারা গঠিত ।

৩. আকৃতি ও সংযুক্তি অপরিবর্তিত রেখে জীনের আত্মোৎপাদনের ক্ষমতা আছে ৷

৪. জীনের পরিব্যপ্তির (mutation) ক্ষমতা আছে ।

আরও পড়ুন