November 5, 2023
নামাজের শিক্ষা অথবা, সমাজ সংস্কারে নামাজের ভূমিকা - রচনা
উপস্থাপনা ঃ
নামাজ বেহেশতের চাবি । ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের মধ্যে নামাজ দ্বিতীয় স্তম্ভ। নামাজ ইসলামের মূল এবাদত। নামাজ মানুষকে শালীনতা শিক্ষা দেয়। হযরত মুহাম্মদ (সঃ) বলেছেন, যে ব্যক্তির নামাজ সুন্দর, তার কথা-বার্তা, চাল-চলন, আচার- ব্যবহার সুন্দর । নামাজ মানুষের মধ্যে ঐক্যের সৃষ্টি করে ।
নামাজ আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম ঃ
নামাজের মাধ্যমে মানুষ আল্লাহর নৈকট্য লাভ করে থাকে। আল্লাহকে পাওয়ার একমাত্র পথ নামাজ। হযরত মুহাম্মদ (সঃ) বলেছেন- 'তুমি এমনভাবে নামাজ পড়বে যে, তুমি আল্লাহকে দেখছ।' একমাত্র নামাজের মাধ্যমেই মানুষ আল্লাহর সাথে কথাবার্তা বলতে পারে ।
নামাজ ঐক্যের সৃষ্টি করে ঃ
নামাজ মানুষের মন থেকে ভেদাভেদ দূর করে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে । নামাজের মধ্যে কোনো ধনী-গরীব ও সামাজিক শ্রেণী বৈষম্যের অবকাশ নেই । নামাজ মানুষের মাঝে সাম্য মৈত্রি প্রতিষ্ঠা করে ৷