April 30, 2024

বাংলা রচনা : গ্রাম্য হাট

সূচনা :

হাটে নানারকম জিনিস কেনা-বেচা হয়। গ্রামের নির্দিষ্ট স্থানে সপ্তাহে একদিন বা দুইদিন হাট বসে। কেনা-বেচা করতে এসে হাট হয়ে ওঠে মানুষের মিলনমেলা।

গ্রাম্য হাট কী :

গ্রামের যে স্থানে সপ্তাহের নির্দিষ্ট দিনে বিভিন্ন জিনিস কেনা-বেচা হয় তাকে গ্রাম্য হাট বলে। সপ্তাহে একদিন অথবা দুইদিন গ্রামের মানুষ হাটে তাদের প্রয়োজনীয় জিনিস কেনা-বেচা করে ।

হাটের অবস্থান :

হাটের অবস্থান বিভিন্ন রকম হতে পারে। হাটের জন্য একটি স্থান নির্দিষ্ট থাকে। সেখানে নির্দিষ্ট দিনে সকলে কেনা- বেচা করে। এই হাট কখনো বসে গ্রামের বড় কোনো গাছের নিচে, কখনো রাস্তার মোড়ে কখনো নদীর তীরে, আবার কখনো খোলা মাঠে।

আরও পড়ুন