March 5

হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাঃ এর জীবনী

১। নাম ও পরিচয় :

তাঁর নাম আবদুল্লাহ । পিতার নাম ওমর ইবনুল খাত্তাব । মাতার নাম যয়নব বিনতে মাযউন। তিনি কুরাইশ বংশোদ্ভূত একজন সাহাবী ছিলেন ।

২। জন্ম :

তিনি রাসূল (স)-এর নবুয়ত লাভের এক বছর পূর্বে তথা ৬০৯ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন।

৩। ইসলামগ্রহণ :

তিনি খুব অল্প বয়সে পিতা ওমর ইবনুল খাত্তাবের সাথে পবিত্র মক্কায় ইসলামগ্রহণ করেন। অতঃপর পিতা-পুত্র উভয়ে মদিনায় হিজরত শুরুর প্রথম দিকেই হিজরত করেন ।

৪। বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ :

অত্যন্ত ছোট ছিলেন বলে আবদুল্লাহ ইবনে ওমর (রা) ইসলামের সূচনা যুদ্ধ বদর ও উহুদে অংশগ্রহণ করতে পারেননি। তবে খন্দক যুদ্ধ থেকে শুরু করে পরবর্তী সকল যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন। বাইয়াতে রিদওয়ানেও তিনি উপস্থিত ছিলেন ।

৫। স্বভাব-চরিত্র :

তিনি বহুবিধ গুণের অধিকারী ছিলেন। রাসূলের সুন্নাহর অনুসরণ, আল্লাহভীতি, বদান্যতা, স্পষ্টবাদিতা প্রভৃতি গুণে তিনি ছিলেন গুণান্বিত।

আরও পড়ুন