অপসংস্কৃতি ও তরুণ সমাজ : রচনা [ ক্লাস ৬, ৭, ৮, ৯, ১০ ]
ভূমিকা :
মানুষ সৃষ্টির সেরা জীব। তার ভাষা আছে। ভাব প্রকাশের বাহন ভাষা। সে নিজেকে জানাতে চায়, অপরকে জানতে চায়। এ জানার আগ্রহ তাকে জ্ঞানের পথে বিচরণ করার প্রেরণা দিয়েছে। এ প্রেরণা থেকে যা ভাল, যা কল্যাণকর তা বরণ করে নিয়েছে। সংস্কৃতি এমনি একটি বরণ করা জীবন-চেতনা।
সংস্কৃতির মূল কথা -নিজেকে সুন্দর করা, সভ্য করা। সংস্কৃতি মানুষের আত্মার এমন আনন্দের দাত্রী, প্রেম ও সৌন্দর্য সংস্কৃতির মূল আশ্রয়। এ আশ্রয় থেকে বিচ্যুত হলে সংস্কৃতি ধ্বংস হয় ।
অপসংস্কৃতি কি ঃ
অপসংস্কৃতি হল সংস্কৃতির বিকৃত রূপ। সংস্কৃতির কাজ জীবনকে বিকশিত করা, চিত্তকে আনন্দিত করা, মানুষকে প্রেমবান করা। আর অপসংস্কৃতি মানুষের জীবনে বিকৃতি আনে, চিত্তে কলুষ ঢালে, মানুষের চেতানাকে নষ্ট করে, মূল্যবোধে ভাঙন ধরায় । যে আচার বা আচরণে মানুষের আত্মার অবনতি হয়, তাই অপসংস্কৃতি।
দেশ ও মাটির সাথে সংস্কৃতির সম্পর্ক ঃ
ব্যাপক অর্থে সংস্কৃতি পরিশীলিত জীবনবোধ। এ পরিশীলিত জীবনবোধ জন্ম নেয় শিক্ষা, সভ্যতার আলোকে স্নাত হয়ে । আমাদের দেশের মাটির সাথে আমাদের নাড়ীর যোগ অবিচ্ছেদ্য । আমরা যে শিক্ষা গ্রহণ করি তা যদি দেশকে ভালবাসতে না শেখায়, জীবনে প্রেমময় না করে, মানুষের প্রতি দরদী না করে, তাহলে সে শিক্ষা অপশিক্ষা ।