May 7, 2024

রচনা : যুব সমাজের অবক্ষয় ও তার প্রতিকার

ভূমিকা :

আজকের তরুণ আগামীদিনের ভবিষ্যৎ, দেশ ও জাতির কর্ণধার । এ তরুণদের সত্য, সঠিক, সুন্দরভাবে গড়ে তোলার মধ্যেই দেশের কল্যাণ নিহিত । আর এ যুব বা তরুণ সমাজের বিপথগামিতার অর্থ দেশের অনিবার্য বিপদ কারণ তরুণদের নিকট জাতির আবেদন- “চিরযুবা, তুই যে চিরজীবী, জীর্ণ জরা ঝরিয়ে দিয়ে, প্রাণ অফুরান ছড়িয়ে দেদার দিবি।” কিন্তু আমাদের সমাজ নানা রোগে আক্রান্ত । আর যুব সমাজ এ রোগের শিকার । যুব সমাজ আজ পথভ্রষ্ট হয়ে অধঃপতন এবং ধ্বংসের দিকে অগ্রসরমান। তাদের এ অধঃপতনের হাত থেকে বাঁচিয়ে আনা এখন জাতীয় দায়িত্বে পরিণত হয়েছে।

যুব সমাজ ও অবক্ষয় :

যুগে যুগে ন্যায় ও সত্যের জন্য সংগ্রাম করে যারা জীবন উৎসর্গ করে, নবজীবনের সঙ্গীত রচনার ভার যাদের উপর তারাই যুবক। যারা বয়সে নবীন, মন যাদের বিশ্বাসে ভরপুর, যাদের চোখে ভবিষ্যতের রঙিন স্বপ্ন, যারা অন্যায়ের কাছে মাথা নত করে না, পুরাতনকে ভেঙেচুরে নতুন কিছু গড়তে চায়, তারাই তরুণ । তারুণ্য স্থবির নয়, সে সদা চঞ্চল । সে পরাজয় মানতে নারাজ । তারা দেশ ও জাতির গৌরব। কিন্তু এ তরুণ বা যুব সমাজই যখন খারাপ পথে পা বাড়ায়, তখন তা জাতির জন্য ভয়ঙ্কর রূপ ধারণ করে। তাদের বিপথগামিতার কারণে জাতীয় জীবনে নেমে আসে চরম অন্ধকার।

আরও পড়ুন