February 9, 2024

অধ্যবসায় রচনা - ২০০ শব্দ

সূচনা:

একবার কোনো কাজে ব্যর্থ হলে হতাশ ও নিরুৎসাহী না হয়ে বারবার চেষ্টা করাকেই অধ্যবসায় বলা হয়। ‘অধ্যবসায়' শব্দটির অর্থ অবিরাম সাধনা বা ক্রমাগত চেষ্টা । এটি সফলতার চাবিকাঠি।

অধ্যবসায়ের গুরুত্ব:

মানুষের জীবনে সাফল্য এবং ব্যর্থতা দু-ই আছে । কিন্তু ব্যর্থতায় থেমে গেলে চলবে না। সব সময় একবারেই সাফল্য আসবে এমন কোনো কথা নেই। হতাশ না হয়ে আবার চেষ্টা করতে হবে। হতোদ্যম না হয়ে যারা লেগে থাকে তারা অনেক ক্ষেত্রেই সাফল্য পায়। কম বয়সে সুযোগ না পেয়ে মধ্য বা বৃদ্ধ বয়সেও বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাওয়ার অনেক উদাহরণ রয়েছে।

আরও পড়ুন